মেঘ বরষার পর
এক ফালতি রোদ,
অনেক ক্লান্ত কায়
আরামে প্রতিশোধ!
ঝামেলা ঝুঁকি যেই
হারায় সৃষ্টিসাধ,
অনিবার্য পরিণতি
করিযে প্রতিবাদ!
বাতাসের সাথে সখ্য
যদি গড়ে বৃষ্টিবালিকা,
ভালোবাসা লুটেতবে
সৃষ্টির স্বস্তির তুলিকা!
পরপর যুদ্ধ করে
ক্লান্ত বীর হাসে,
যদি মেঘবৃষ্টির পরে
একটু রৌদ্র আসে!
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com