খুব সহজেই তুমি যাকে ভালোবাসা বলো
আমি বলি তাকে মায়া
ভালোবাসা মানে নিজেকে বিলিয়ে
হতে হয় কারো ছায়া
ভালোবাসা হয় সম্প্রদানে
ছাড় দিতে হয় ছেড়ে দিতে হয়
হৃদয়ের এক অদৃশ্য আহবানে
দুজনার দুজনের হতে হয়
আমার আমার যায় নাতো বলা
ত্যাগী হতে হয়, হতে হয় উন্মুখ
প্রয়োজনে
সুখের বদলে বেছে নিতে হয়
পরিপাটী দুখ পুরো একবুক
ভালোবাসা কি এতই সহজ
ছেলের হাতের মোয়া
আবার এতটা কঠিনতো নয়
যে, সহজে যাবে খোয়া
চারিদিকে কত প্রেম কত মাখামাখি
কত ভালোবাসাবাসি
মোটেই তা নয়
ভালোবাসা খুব দামি সেতো নিষ্পাপ হাসি
লক্ষ কোটিতে দু’ চার জনার
সেই ভালোবাসা হয়।