মানুষের মাঝে আজ নাহি ভালোবাসা,
নাহি জোটে মমতা ও নাহি জোটে আশা।
স্বার্থের তরে আজি নাহি কোন জন,
নি:স্বার্থ মনে যে ভাবিবে আপন।
এই কথা নয় শুধু নিজ দেশে জনে,
স্বার্থের দেখা পাই দেশে দেশে রণে।
গাজায় মানুষ মরে দেহে গুলি খেয়ে,
তাই দেখে আমেরিকা হাসে মজা পেয়ে।
হাসির কারণ কি তা জানো নাকি ভাই,
যুদ্ধটা চলিলে যে ডলার কামাই।
যত আছে বন্দুক কামানের গোলা,
বেচিতে হইবে তাহা দরদাম খোলা।
ইহাতে যদিবা হয় জীবন হরণ,
স্বার্থের লাগি তাতে নাহি দিব মন।
মানবতা বলে আজ নাহি কিছু ভবে,
স্বার্থের লাগি আজ হয় ভবে সবে।
কি বলিব নাহি জানি ওহে দয়াময়,
চিরকাল দেহ পানে রয়ে গেল ভয়।
তবু বলি করজোরে তোমারই সনে,
ভালোবাসা দিও মনে সব জনে জনে।
হিংসার বিষ কাটা দুরে চলে যাক,
মানুষের মাঝে শুধু ভালোবাসা থাক।
আন্তরিক ধন্যবাদ জানাই