ভালোবাসার কাঙাল মানুষ
দিতে জানে ক'জন,
সোহাগ কেবল পেতে উদগ্রীব
বন্ধু কিংবা স্বজন।
দুনিয়ার ঐ মিছে মোহে
মোদের জীবন বন্দী,
নানা ভঙ্গে চলতে গিয়ে
আঁটি হরেক ফন্দি।
নিজের বেলায় ষোলো আনা
পরের তরে ফাঁকি,
ভালোবাসা চাই শুধু ভাই
দেবার সময় বাকি।
এমন দুর্দিন যাচ্ছে আহা
মানুষ চেনা কষ্ট,
আসল নকল একই রূপের
মন অনেকের নষ্ট।
ছল চাতুরীর ভালোবাসায়
জীবনে বয় কুফল,
স্বচ্ছ মনের ধারক হলে
প্রভু দিবেন সুফল।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com