ভালোবাসার অপর নাম
দুঃখ আর বেদনা,
যার হাতটি ধরেছো তুমি
কখনো তা ছেড়না।
দুইটি মনের মিলনে হয়
যেন ভালোবাসা,
অবুঝ মন যে স্বপ্ন দেখে
বাঁধে বুকে বাসা।
হঠাৎ করে ‘ভাঙবে ভাব
ভাঙবে ছোট্ট মন,
নয়ন ভরে কাঁদাবে যেন
পরে সারা জীবন।
তাই ভালোবাসার চেয়ে
না বাসায় ভালো,
ভাঙবে নাহ অবুঝ মন
আঁধার হবে আলো।