তুমি ভালোবাসলেই নবরূপে গড়তে পারি-
ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান
মিশরের খুফুর পিরামিড
শিখে নিতে পারি—
হায়ারোগ্লিফিক্স, আর;
আমি ভালোবাসলেই মুখোমুখি দাড়াতে পারি—
র্যাডক্লিপ লাইনে,
পাখির ভঙ্গিমায় বলতে পারি—
দ্যা মোর ইউ লাভ মি; দ্যা মোর আই লাভ ইউ।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com