ভালোবাসা কি একদিনের?
ভালোবাসা প্রতিদিনের,
ভালোবাসি ছোট-বড়
ভালোবাসবো গহীনের।
ভালোবাসি বাবা-মাকে
ভালোবাসা আবেগের গতি,
ভালোবাসা ভাই-বোন পরিজন
ভালোবাসা অন্তরের অনুভূতি।
নারী-পুরুষ ভালোবাসবে
একমাত্র প্রভুর জন্য,
দুষ্ট চিন্তা থেকে দূরে রাখি
কলুষিত হতে শূন্য।
নিষ্ঠুরতা হার মানে
ভালোবাসার জেলখানায়,
শান্ত চিন্তায় নরম মানুষ
নিরব কন্ঠের আলপনায়।
প্রতিধর্মে বলে গেছে ভালোবাসি
অশুভকে দূরে সখি …
গতানুগতি প্রেমের স্রোতে
আপনদের আগলে রাখি।