ওগো পরানের স্বামী!
চোখ দিয়ে দেখ কী?
অন্যের বউয়ের কত কী?
আমার খবর রাখ কী?
তোমার সাথে আমার আড়ি
আর কথা কও না তুমি।
চলে যাবো বাপের বাড়ি
আবার আনতে যাওনা তুমি।
সোনা বউ কথা কও,
অভিমান ভুলে যাও।
দুর্দিনে পাশে রও,
সুদিনে হেসে যাও।
তুমি কেন বুঝ না,
সৎপথে রোজগার।
একটু কষ্ট হবে তো
সব সয়ে থেকে যাও।
ভালোবাসার বন্ধনে বেঁধে
চলো দু’জনে করি সংসার।
যদি তুমি চলে যাও,
সত্যি আমি যাবো মরি।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com