প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ১১:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৬, ২০২৩, ৯:৩৪ অপরাহ্ণ
ভালোবাসার ফাঁদ
মেকি ভালোবাসার পসরা সাজিয়ে
পরিচিতি চাও মানবতার ফেরিওয়ালা হিসেবে,
আবেগ আর ছলনা বেচাকেনার সিন্ডিকেটে
নিজেকে মস্ত সফল ভাবো হে ধূর্তবাজ।
তোমার নোনা জলের প্রেমের সুইমিংপুলে
প্রায়শই বিনা টিকেটে হাবুডুবু খেয়ে
হায়! বেড়েছে আমার ব্লাড প্রেসার,
দেরিতে হলেও ঠিকই বুঝে গেছি আমি আজ।
ইনিয়ে-বিনিয়ে আবেগ জড়ানো কথামালায়
নতুন কাউকে ভালোবাসার ফাঁদে ফেলো,
পুরাতন তোমার কাছে চরম অবহেলিত
আমি আজ এই অবেলায় টের পেয়েছি ঢের।
আহা! ভালোবাসার লেনাদেনায়-
নিজেকে পাক্কা অভিনেতা মনে করো,
তাইতো উপর দিয়ে হাত বাড়িয়ে
স্বার্থের টানাপোড়েনে নীচ দিয়ে ল্যাং মারো।
নিজেকে বিশ্বপ্রেমিক ভাবো!
তোমার ভেতরে প্রেম নয়, ছলনার নহর,
একদিন সেই নহরের তোড়ে ভাসতে ভাসতে
হে ঠকবাজ, তুমিই হবে দেশান্তর।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com