ভেতরে বাইরে কেবল শূন্যতা
কতটুকু শূন্যতা?
জমিন থেকে আকাশের মাঝে যে শূন্যতা ততটুকু?
নাকি আকাশের সমান?
নাকি সাতটি আকাশ একত্র করলে
যতটুকু হয় ততটুকু?
বুকের বাইরেটাই যেখানে পরিমাপ করা যায় না
সেখানে বুকের ভেতরের কথা বলছো
একটা বুকের ভেতরে সাত আসমান সাত জমিন অনায়াসে রেখে দেয়া যায়
এ শূন্যতা তবে কিসে পূরণ হবে
"ভালোবাসায়"
কেবল তোমার ভালোবাসাই পারে
শূন্য হৃদয়কে পূর্ণ করতে
তুমি কি আমায় একটু ভালোবেসে
আজীবনের জন্য ঋণী করে দিতে পারো না
তোমার ভালোবাসার ঋণের বোঝা বইতে বইতে কাটিয়ে দেবো হাজার বছর
ক্লান্ত হবো না কখনো
ঋণের খোঁটা শুনে অমলিন হাসিতে বলবো
গর্বিত আমি ভালোবাসার ঋণে
শূন্য হৃদয়ের হাহাকার ঘোচাতে
আমি আজীবন ঋণী হতে চাই।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com