ভাবছি বসে
হিসেব কষে
নিজের নাই কেহ,
ফিরবে দিন
কাটবে ঋণ
মিছে এসব মোহ্।
যা যাচ্ছে ভালো
তা পাচ্ছে আলো
এটাই কঠিন সত্য,
হচ্ছে বদল
নীল ধবল
দেখছিই তো নিত্য!
কালকে ছিলো
আজসে নিলো
দেখে নিজ পথ,
বলা কঠিন
কার সুদিন
কখন বা বিপদ!
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com