সময়ের শিকড়গড়া
ফাটলের সীমানায়,
কখন কে ঝরে পড়লো
কার কি তাতে আসে যায়!
হিমাঙ্কের সহপাঠ অধ্যায়ন
কুরুচির বহি:প্রকাশ,
তাপদায়ক ভাষণের চিত্র
অত্যাচারী সুখ নির্যাস!
অনিকেত সুখাবহ
কৃত্রিম ভালোবাসার হাতে,
কোথায় চলেছি সবাই
ভাবনা জোটে সকরুণ স্রোতে!
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com