যমকে থামিয়ে দেয় যমুনার প্রার্থনা
ভাইয়ের কপালে টিপ, চন্দন ফোঁটায়
ধান, দূর্বায় আরও আয়ুষ্মান করে …
ভাইকে রক্ষা করে, মৃত্যুর কবল থেকে।
ভাতৃদ্বিতীয়া যোগ, আসে পৃথিবীতে
অমাবশ্যার শেষে চাঁদ, দেয় সবে উঁকি
যমুনার মনস্কামনা ভাইয়ের সুরক্ষায়
সে যেন যমরাজের মৃত্যুকে দেয় ফাঁকি ।
জগতের ঘরে ঘরে বোনদের আশা
বেঁচে – বর্তে থাকে যেন সুখে সম্পদে ..
প্রাণপ্রিয় ভাইকে সে রাখবে মাথায়
দুঃখের হাসির সাথে, বেঁচে থাকার ভরসা ।
জগতের যত বোন শুভ চিন্তায়
ভাইয়ের প্রতিষ্ঠায় করে প্রার্থনা
রক্তের – সম্পর্ক সে, পিতৃ মাতৃ দেবের
ভাইয়েরা চিরঞ্জীবী হোক, বোনের মনস্কামনা।