ওরে-তুরা, দেখবি যদি ভবের নদী
দেখিস দিবার রোদি,
ওরে-বরষা কালে সেই নদীর জল
বয় স্রোত নিরবধি।।
ওরে-বয় স্রোত নিরবধি।।
ও তুই, বরষা কালে নামলে জলে,
ডুইবা যাবি গহীন তলে।।
নদীর, শুকনা মৌসুম এলে চরে
থাকিস তখন ঘর বাঁধি।।
ও তুই, থাকিস তখন ঘর বাঁধি।।
সেই না নদীর জোয়ার ভাটায়
রঙবি রঙের ফুল ফোটায়।।
আবার, জোয়ার শেষে সেই নদীটা
ওরে-দারুণ হয়রে আবাদি।।
তাই, অধম কবি ফারুক ভাবিয়া কয়
এমন নদী আর দেখি নাই
ভবে, সব নদীর হয় উত্থান পতন
সদা, এই নদী রয় চির আদি।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com