• আজ- শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৯:২২ পূর্বাহ্ন

ভবের নদী”

ফারুক আহম্মেদ জীবন / ২৮৭ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
তিতাস একটি নদী
শ্রাবনের বৃষ্টি

add 1
  • ফারুক আহম্মেদ জীবন

ওরে-তুরা, দেখবি যদি ভবের নদী
দেখিস দিবার রোদি,
ওরে-বরষা কালে সেই নদীর জল
বয় স্রোত নিরবধি।।
ওরে-বয় স্রোত নিরবধি।।

ও তুই, বরষা কালে নামলে জলে,
ডুইবা যাবি গহীন তলে।।
নদীর, শুকনা মৌসুম এলে চরে
থাকিস তখন ঘর বাঁধি।।
ও তুই, থাকিস তখন ঘর বাঁধি।।

সেই না নদীর জোয়ার ভাটায়
রঙবি রঙের ফুল ফোটায়।।
আবার, জোয়ার শেষে সেই নদীটা
ওরে-দারুণ হয়রে আবাদি।।

তাই, অধম কবি ফারুক ভাবিয়া কয়
এমন নদী আর দেখি নাই
ভবে, সব নদীর হয় উত্থান পতন
সদা, এই নদী রয় চির আদি।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ
Raytahost Facebook Sharing Powered By : Sundarban IT