ঢেউে ঢেউে ডাকছে আমায় নদের ঘোলাটে জল
মায়ার টানে ফিরে আসি, কষে নানান ছল।
কাশফুলের চতুর্দিক আঁকড়ে রেখেছে কত রমনী
গাঁজার ধোঁয়া উড়ছে কত, কাব্য লিখেছেন গুনী।
হত্যা করেছে কিশোরীরা কত, ব্রম্মপুত্রের কাশফুল
মাতামাতির ছলে যুবতীরা, করছে নিছক ভুল।
গাছপাকা আমের স্বাদ ভুলে গেছে তারা
সৌন্দর্যে ঘেরা কাশবন থেকে ফুল ছিঁড়ছে যারা।
অবাক পানে তাকিয়ে রইলাম বনদস্যুদের দিকে
কাশফুল ছিঁড়ে ছিঁড়ে হাসে ফিকফিকে।
যুবক-যুবতীর গুপ্ত বাসস্থান ব্রম্মপুত্রের কাশবন
লাজলজ্জা ভুলে তারা বিণ করছে প্রনয়ণ।