লাফিয়ে আজ ব্যাঙ চলেছে
ছাতা মাথায় দিয়ে,
আনন্দে মন খুব মেতেছে
ব্যাঙের নাকি বিয়ে!
ঝড় বাদলে ঢোল পিটিয়ে
যাচ্ছে নদীর ঘাটে,
ডাক দিয়েছে সব বন্ধুদের
একটু করে হাঁটে।
নৌকা নিয়ে এসো তোমরা
দিবো নদী পাড়ি,
চিংড়ি মাছে নৌকা চালাই
সাথে মিষ্টির হাঁড়ি।
মাগুর মাছে গান ধরেছে
বাইম নাচে তালে,
টেংরা পুঁটি পানির স্রোতে
টানে নৌকার পালে।
রুই কাতলা শিং স্বাক্ষী পাশে
কাজী বোয়াল থাকে,
বউ নিয়ে তাই সবাই ফিরে
উল্টো নদীর বাঁকে।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com