ঘ্যাঙর ঘ্যাঙ গান ধরেছে
কোলা ব্যাঙের দল,
খুশিতে বেজায় মাতোয়ারা
পেয়েছে নব জল।
আষাঢ়ের ভরা বর্ষায়
ভরেছে খাল বিল,
ব্যাঙ ব্যাঙানির বিয়ে হবে
ঘটক হলো চিল।
হলুদ শাড়ীতে গান গায়
বর্ষা এলে পরে,
আনন্দের ধুম পড়েছে
ব্যাঙের ঘরে ঘরে।
সাহিত্যপাতার ইউটিউব চ্যানেল
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com