চৈত্র শেষে বৈশাখ এলো
খুশিতে মন ভরে,
ঢাকঢোল আর তবলা বাজে
পুরাতন যায় ঝরে।
ময়না-টিয়ার গায়েহলুদ
শালিক বাঁজায় বাঁশি,
বুলবুলি আর টুনটুনিটার
ঠোঁটে মধুর হাসি।
কোকিল ডাকে গাছের ডালে
মিষ্টি মধুর সুরে,
প্রেমিকের মন উতলা হয়
কল্পরাজ্যে উড়ে।
দোয়েল,কোয়েল,ফিঙে,চড়ুই
বৈশাখের গায় গান,
কাঠবিড়ালি ইঁদুর ছানা
দাঁতে কাটে ধান।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com