প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৪, ৩:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১১, ২০২৩, ৬:১৩ অপরাহ্ণ
বৈশাখী মেলায় এসো
বৈশাখী মেলায় এসো হারিয়ে যাই
তুমি আমি চলো না সুখেতে হারাই।
হাতে হাত ধরে মোরা বসবো ছায়ে
ঝিরিঝিরি হাওয়া এসে ছুঁইবে গায়ে
প্রখর রোদে যদি ক্লান্ত হই
সন্ধ্যনদীতে চলো সাঁতরে বেড়াই।
চকলেট কিনে দেবো আর ললিপপ
মিষ্টি দধি তুমি খেয়ো গপগপ
পুতুলবাজি আর সার্কাস দেখে
লেকে চলো তুমি আমি নৌকা বাই।
পান্তাইলিশ খেয়ে হাঁটবো দু'জন
পাশবনে শুনবো গো পাখির কূজন
বিস্তৃর্ণপথে কতো ফুলকলিরা
দোলা দেবে হৃদ মাঝে শোনো গো রাই ।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com