বৈশাখী ঈদ গরম জ্যোতি
দুটো পাশাপাশি,
খুশির ছোঁয়ায় ভাসলো ভেলা
স্রোতে ভালোবাসি।
ঈদের মৌসুম চলছে ধরায়
বার্তা নিয়ে এলো,
কোরমা, পোলাও, ইলিশ ভাতে
নববর্ষে চলো।
ঘরের স্বজন, প্রীতি ভোজন
চলবে দিবস রাতি,
ঠান্ডা হাতে গরম তাপে
তুমি হবে সাথী।
আসবে দিবস, যাবে সময়
আয়ু যেন গত,
উৎসব মুর্খর বাংলার মাটি
উল্লাস করছি শত।
অর্থে টানে কারা জালে
দেখার নাইকো কভু!
আছি যেমন গুটিয়ে মোরা
ভুলি নাইতো প্রভু।