ভাবিনি বেশিকিছু,
তোমাকে আপন করার চেষ্টায় নিয়েছি পিছু।
চেয়েছি শক্ত করে হাতটি ধরতে
তোমার সাথে কিছু সময় পার করতে
ঝড়ের রাতে জরিয়ে ধরতে।
নীল পাঞ্জাবিতে,
কেমন লাগছে চাইবে জানতে?
যেই বলবো গুবরে পোকার মতো পুরো
শুনে হালকা লাল হয়ে যাবে তোমার গাল
নিয়ন্ত্রণ হারিয়ে খাবো চুমু
আবারো লাল হবে গাল,
বুঝবো এ রং হলো লজ্জার।
এবার তুমি তাকাবে চোখ করে আড়
বলবে, খুব বাড় বেড়েছো তুমি,
এবার থামাও তোমার গুন্ডামি।
বলবো, বেশি কিছু চাইনি আমি
চেয়েছি তোমার প্রেমিকা হতে
তোমার দু'চোখে হারিয়ে যেতে
অনন্তকাল ভালোবাসতে।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com