বেড়েই যাচ্ছে জ্বরের সংখ্যা
হাসপাতাল নাই ফাঁকা
ডেঙ্গুজ্বরে ধরছে এঁটে
সকল মামা, কাকা।
মামা কাকা শুয়ে আছে
সকল বেডেই রুগী,
রুগীর সাথে সকল মানুষ
প্রতিদিনই ভুগি।
সারাদেশে একই চিত্র
অতি করুণ দশা,
মানুষ মেরে সারা করলো
ক্ষুদ্র একটি মশা।
মাথা ব্যথা গলা ব্যথা
ব্যথা আরো গায়ে
ডেঙ্গুজ্বরে ধরলে পরে
বল থাকেনা পায়ে।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com