বাংলাদেশে তরুণদের একটি বড় অংশ বেকারত্বের অভিশাপে জর্জরিত, এবং এর সাথে যোগ হয়েছে সরকারি চাকরির আবেদন ফি’র বোঝা। আবেদন ফি জোগাড় করতে গিয়েই অনেক নিম্ন আয়ের পরিবারের তরুণদের নানাবিধ সংকটের মুখোমুখি হতে হয়। তারা টিউশনি করে নিজেদের লেখাপড়ার খরচ চালানোর পাশাপাশি এই ফি মেটাতে গিয়ে অনেক সময় না খেয়ে থাকতে বাধ্য হচ্ছেন। পছন্দের চাকরিতে আবেদন করার সুযোগ হারাচ্ছেন শুধু অর্থের অভাবে।
বছরে কয়েক শ কোটি টাকা আয় করা হয় বেকারদের কাছ থেকে, অথচ অনেক দেশে বেকারদের ভাতা দেওয়া হয়। কিন্তু বাংলাদেশে এ চিত্র ভিন্ন। উচ্চ শিক্ষিত তরুণদের জন্য সরকারি চাকরির আবেদনের ফি অনেক সময় তাদের চাকরির স্বপ্নকে ধূলিসাৎ করে দেয়।
প্রত্যেকটি নিয়োগ প্রক্রিয়ায় বেকারদের পকেট থেকে মোটা অঙ্কের টাকা আদায় করা হলেও, চাকরির নিশ্চয়তা নেই। উপরন্তু প্রশ্ন ফাঁস ও অন্যান্য দুর্নীতির কারণে চাকরি পাওয়ার প্রক্রিয়া আরো অনিশ্চিত হয়ে উঠেছে। এই অর্থনৈতিক শোষণের বিরুদ্ধে কোনো সঠিক নীতি কিংবা সমন্বিত পদক্ষেপ নেই। বর্তমান সরকার ও ছাত্র প্রতিনিধিদের এ বিষয়ে অবিলম্বে কার্যকরী পদক্ষেপ নেওয়া উচিত।
এ সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে, বেকার তরুণদের জীবনে নানামুখী প্রতিকূলতা আরও বৃদ্ধি পাবে।