ঝরছে বৃষ্টি বিধাতার সৃষ্টি
পড়ছে টিনের চালে,
চারপাশে টইটম্বুর হয়েছে
বর্ষার বৃষ্টির জলে।
টিপ টাপ টুপ টাপ টিনের
চালে বৃষ্টি নিত্য ঝরে,
বারান্দার জানালায় যেন
দেখে যে উঁকি মেরে।
হঠাৎ করে ই কখনজানি
আসে ঝড় পবন,
বৃষ্টি মাঝে আরামের ঘুম
কি দারুণ স্বপন।
বৃষ্টি ঝরে নিশি দিন যেন
লাগে নাহ ভালো,
ঘরের ভিতরে সবসময়ই
থাকেনা যে আলো।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com