বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে
আয়রে খোকা খুকি।
বৃষ্টিতে ভিজে হইচই
আনন্দ উল্লাস করি।
না ভিজি ভাই বৃষ্টিতে
মা রাগ করবেন।
বৃষ্টির জলে ঠান্ডা করে
আসলে জ্বর কাশি।
অসুস্থ হয়ে বিছানায় পড়ে
থাকতে হবে সারাদিন।
মায়ের বকা বাবার আদর
এই বৃষ্টির দিন।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com