গ্রীষ্মে যখন মাঝ দুপুরে
তীব্র আগুন ঝরে,
দাবদাহে খুব ধিকিধিকি
চারদিকটা পোড়ে।
তপ্ত রোদে একলা বসে
গেছি চরম ঘেমে,
এই গরমে প্রাণ স্পন্দন
গেছেই যেন থেমে।
ভাবছি বসে একটুখানি
বৃষ্টি বাদল হলে,
বাঁচব আমি প্রাণটা ভরে
বৃষ্টি শীতল জলে।
হঠাৎ তখন চোখে পড়ে
ওই ঈশান কোনে,
ইশৎ উঁকি দিচ্ছে কালো
মেঘটা ক্ষণে ক্ষণে।
হঠাৎ কালো মেঘে যখন
আকাশটাকে ঢাকে,
পরম আশা মনে মেঘের
গুরুগম্ভীর ডাকে।
তুমুল ঝড়ে ধুলোয় ভরে
তপ্ত দিনের শেষে,
ঝমঝমিয়ে পড়ছে ঝরে
বাদল ধারা এসে।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com