⛈️
বৃষ্টি নামের মিষ্টি মেয়ে
এলো আকাশ জুড়ে
ঠান্ডা পানির ঝাপটা ধেয়ে
বাতাসটা বেশ ফুরফুরে।
⛈️
ভিজতে মানা কেমন হঠাৎ
বজ্রপাতের নিনাদ
ভয়ে! তাই ঘরের কোণে
জানালার বাইরের স্বাদ!
⛈️
এমন কেন যায়না ছোঁয়া
তোমার রুপের ডালা
মনটা আমার ভীষণ খারাপ
গাঁথেনা সুরের মালা।
⛈️
আগের মতন আপন করে
বৃষ্টিকে না কেউ পাই
প্রতিদিনই বজ্রপাতে
নিয়ছে অনেক মৃত্যু ঠাঁই।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com