ভিখ মাগি দু'হাত তুলে উপরে ঐ স্রষ্টার কাছে
ভিজিয়ে দাওনা তপ্ত ধরণীর বুক
শান্ত করে দাও বিপন্ন জীবনের অস্তিত্ব সংকট
নেমে আসুক ধরায় প্রত্যশার সুখ।
দু'ফোটা বৃষ্টিতে শস্যকণায় ভরবে পৃথিবীর অন্তর
থামবে ঝিঝি আর বাঙের করুণ আর্তি
সবুজে শ্যামলে পরিপূর্ণ হয়ে উঠবে আবারও সব
থেমে যাবে দিবাকরের রাগান্বিত মূর্তি।
দরদর ঘাম ঝরা তপ্ত তনু শীতল করো দয়াময়
মু্ক্তি দাও গ্রীষ্মের তিব্র তাপদাহ থেকে
ভিখ মাগি বারে বারে তোমারই উন্মুক্ত দুয়ারে
শান্ত করে দাও দু'ফোঁটা বৃষ্টি জল মেখে।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com