টুপুর টাপুর সারা দুপুর
বাজায় নূপুর ছন্দে
মিষ্টি মধুর গানের এ সুর
ভরছে পুকুর নন্দে।
আসছে দেয়া ফুটছে কেয়া
দুলছে খেয়া নদে
বৃষ্টি পড়ে টিনের ঘরে
নদীর পরে হ্রদে।
দুষ্ট ছেলে পিছলি খেলে
হাসে জেলে নিজে
পাখিরা সব নেই কোনো রব
সবাই নীরব ভিজে।
ঢোল বাজিয়ে ব্যাঙের বিয়ে
হয় লাফিয়ে ডোবায়
খোকন গিয়ে দল পাকিয়ে
ধরে নিয়ে চুবায়।