এমন কোন একটি বর্ষায় তুমি ফিরে এলে
ভেজা ফুল হয়ে,
আমি বলবো না তুমি কোথায় ছিলে,
বর্ষার এই ভিজে দিন
সে তো কোনো এক বেলায় চলে-ই যাবে,
তুমি না হয় থেকে যেও বৃষ্টির ঘ্রাণ হয়ে।
এই বেলা ভূমি-র অম্বরে মেঘ জমে থাকে
শুধু তোমার মাঝে বিঁধে থাকা বিষন্নতার ছলে,
মুখের ভাষায় বলবো না আমি
বিষন্নতা কেন তোমার তরে ঘর বেঁধেছে,
চোখের ভাষায় বুঝে নিও।
এই বর্ষায় না এলে,
আগামী বেলায় এসো, এই বেলাভূমির বর্ষা
সে তো কোন এক বেলায় ফিরে যাবে
তুমি না হয় থেকে যেও বৃষ্টির ঘ্রাণ হয়ে, তবে।