লক্ষ কোটি গ্রামের মাঝে
সেরা আমার গাঁও,
বিশ্বাস না হয় দেখতে বন্ধু
আজই চলে যাও।
আঁকাবাঁকা মেঠো পথে
সারিসারি গাছ,
লোহর নদী জুড়ে আছে
নানান মজার মাছ।
এঁকেবেঁকে লোহর নদী
চলছে বহুদূর,
গান গেয়ে যায় পাখপাখালী
কণ্ঠে তুলে সুর।
চারিদিকে আছে আরো
সিংড়া শাপলার বিল
ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে
উড়ে শত চিল।
কী যে ভালো লাগে আমার
বুল্লা গাঁয়ের রূপ,
সত্যিই বলছি দেখার পরে
হয়ে যাবে চুপ।