মন দিয়ে খুব জ্বলছে পটা
প্রিয় টুনির কাছে,
সন্দেহ তার টুনি কি আজ
আগের মতো আছে?
বিকেল হলে টুনি বেরোয়
ভীষণ চড়া সাজে,
যায় নাকি কোন দূরে টুনি
খুব জরুরি কাজে।
তাই না দেখে মনটা কাঁদে
পটার ক্ষণে ক্ষণে,
বোঝে না সেই টুনি পটার
কষ্টটা হয় মনে।
ভেবে ভেবে চলছে পটার
ভীষণ নেশা পান,
নেশায় কেঁদে বলছে পটা
টুনি যে তার প্রাণ।
তারপরে তার মাথা দেখি
কাজ করেনা আর,
নেশার ঘোরে বলছে শুধু
টুনিকে চাই তার।
বোঝায় সবাই পটা কেনো
নেশা এমন করে,
কেনোই বা সে মাতাল হবে
সারাটা দিন ধরে।
হাজার টুনি আসবে যাবে
পটার এ জীবনে,
মরে গেলে রাখবেনা আর
কেউই ওকে মনে।