বুকের মাঝে আছো
তুমি আমার কাছে
অন্তর গহীন বাঁচো
অনুভূতি পিছে।
তুমি ছুঁয়ে দিলে
কাঁটে অনিষ্ঠর ঘোর
তুমি ছুঁয়ে দিলে
ঘুম ভেঙ্গে যায় মোর।
তুমি যখন পাশে থাকো
অনুভূতি লাগে গায়ে
তুমি যখন কাছে ডাকো
ঢেউ লাগে মোর নায়ে।
তুমি যদি ভালোবাসো
অন্য রকম লাগে
তুমি যদি মুচকি হাসো
সাগরের ঢেউ জাগে।
তোমার কাছে বলি আমি
এই দুনিয়ায় চাই
দেবে বলেই বলছি এমন
কোন কষ্ট নাই।