ঐ নাম রবে অম্লান
কখনো তো হবেনা ম্লান…
যারা, মাতৃভূমির সম্মান বাঁচাতে
বাংলা মায়ের মুখে হাসি ফোটাতে
বাঁচাতে মায়ের মুখের ভাষা..
উৎসর্গ করিল প্রাণ।
ঊনিশ -একাত্তর সালে,
যারা, বুকের তাজা রক্ত ঢেলে।
এনে দিল বিজয় কেড়ে…
ভুলা তো যাবে না সেই বীরদের
আত্মত্যাগ বলিদান।
ওরা মরেও অমর হয়ে,
আমাদের মাঝেতে গেছে রয়ে।
বুলেটের যাতনা সয়ে
যে সকল বীরেরা জীবন দিয়ে
রেখেছে বাংলার মান।
ওরা আছে থাকবে বেঁচে,
কোটি মানুষের হৃদয়ের মাঝে।
ইতিহাসে স্মৃতির ভাজে
লাল সবুজ পতাকা মানচিত্রে
রয়েছে যাদের অবদান।