মাগো তুমি চলে গেলে, মর্ত ভূমি ছেড়ে
কি গভীর দুঃখে , মন কেঁদে কেঁদে ফেরে
হেথায় যাতনা শুধু, দিনের প্রহর
মাস , ঋতু, কেটে গিয়ে পর বর্ষের ।
কত আশা, স্বপ্ন নিয়ে, বেঁচে থাকা সোনালী ডানায
হবেই হবে ঠিক, লক্ষ পুরণ
দিনের পিচ্ছল গতি,সামান্য এগিয়ে
সম্মুখে থমকে য়ায, বছর বছর।
ঘটনায় ভেসে থাকা,এই নিয়তি
প্রতিদিনের কর্ম শুধু, একঘেয়েমি
হতনা পরিবর্তন,পরতে পরতে
জীবনের রঙে, ফুলে, হবে না নতুন।
বিসর্জন, জলে ভেসে পরের বছর,
আবার নতুন করে,এসো গো
নতুন ফুলে
দুর্ভাগ্যের যত আছে, কালো অন্ধকার, মুছে
সৌভাগ্যের, ছোঁয়ায আলো দাও, নতুন স্বপ্নেরে ।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com