বিশ্বাস ভেঙ্গে গেলে, নিঃশ্বাস চলে না,
ঘৃণারা ভীড় করে, হেথায় স্বচ্ছতা মেলেনা।।
দিন-রাত, অষ্ট প্রহর, ব্যথায় ভরে,
অতীত চিন্তা সবই মাথার ভিতর ঘুরে।।
যতই মধুর মধুর কথা বলুক মুখে,
তেতো লাগে কথাগুলো, ব্যথা লাগে বুকে।।
জীবন জুড়ে থাকেনা সুখ শান্তির ঠিকানা,
পূর্বের ভালোবাসা যে আর কভু ফেরেনা।।