মনের আঙিনায় রঙিন স্বপ্ন আঁকি
বিশ্বাসের শিকলে তোমায় বেঁধে রাখি,
সময় অসময়ে অনুভূতি করি ভাগাভাগি
মধুর সুরে সুরে হয় কিছু রাগারাগি।
মেঘলা দিনে যেন পরে রোদের ঝলক
মাঝে মাঝেই দেখি ও চোখে মায়ার পলক,
ঐ চোখে অপলকে দেখি আমি ভরসার ছায়া
নিত্যদিন তাই বুঝি বেড়ে যায় অথৈ মায়া।
হৃদয় পর্বতে মৃদু মৃদু শীতল ঢেউ আসে
সুখেরা হামাগুড়ি দিয়ে মিটিমিটি হাসে,
যুগে যুগে এমন করেই ধরে রেখো হাত,
এই বন্ধন বিশ্বাসের শিকলে বাঁধা থাক।