ভালোবাসি সকল মানব
কবি-লেখক যতো,
প্রভুর পথে ইমাম হুজুর
আছেন যতো শতো।
বিশ্বকবি দিবস আজি
প্রতিদিনের তরে!
জ্ঞানী তারা এই সমাজে
না খেয়ে যে মরে।
সম্মান আছে এ ধরাতে
অর্থ কিছু কমই,
কিয়ামতের এটাই সূত্র
অযোগ্যরাই দামি।
ধন্য-পুষ্প মাপকাঠিতে
যারা বিচার করে!
সত্যের কলম চলে মোদের
নতুনভাবে গড়ে।
রাসূলকে বলে জাদুকর,
কবি বলে ধিক্কার!
আরব ভূমির ইহুদিরা
এই সমাজের ডাক্তার।