আমরা যদি মানুষ সাজি
অমানুষ আর কোথায় রবে ?
সকল বিবাদ নিপাত শোধন,
সবাই কি আর মানুষ হবে ?
মানুষ রঙের অনেক মানুষ
এই পৃথিবীর বক্ষ ভরা ;
বিদ্যা-জ্ঞানের নীতির তরে
অনেক মানুষ বিবেক মরা।
নিধন সাধন ছলচাতুরী
চলছে সদা নিয়ম মেনে ;
মানুষ বাঁচে রক্ত খেয়ে
পাপ সাধনার ফন্দি জেনে।
আর কতকাল অমানুষে
থাকবে মানুষ বন্দী মনে ;
সন্ধি থাকুক জ্ঞান-বিবেকে
জগৎকালের প্রতিক্ষণে।