এই যে এতো দ্বন্দ্ব-দ্বিধা,
নিন্দা ভরা মানুষ—
সত্য ঢাকা মিথ্যা দিয়ে;
হারিয়ে ফেলেছে হুঁশ!
মাতাল হয়ে মিনার ভাঙ্গে,
গর্তে দেখায় সঠিক পথ—
গর্ব করে 'মূর্খ', তাই
গুণীর দেখো যত দূষ!
ব্যাথিত মনে বিষ ঢালে
বিষাক্ত-শক্ত কথায়—
ব্যাস্ত মগজ প্যাঁচ-বানচালে,
গভীর খাদে 'হাত' বাড়ায়,
মুখের কথায় ঈগল চড়ায়,
চড় লাগায় নরম গালে—
কেন এতো দ্বন্দ্ব-দ্বিধা,
জড়িয়ে বিভেদ জালে?
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com