এবার তুমি মানুষের পাশে দাঁড়াও
তোমাকেই বড় প্রয়োজন,
তোমাকে ছাড়া রুদ্ধ সবার হৃদয়
বৃথা যত আয়োজন।
শকুনের মতো রক্ত চাইছে ওরা
কসাইয়ের মতো কাটছে মানুষ,
চারপাশে ক্রমাগত চলছে হাহাকার
ফিরছেনা তবু কারো হুঁশ।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com