বিবেক আমার কেঁদে মরে
বিচার পেতে দ্বারেদ্বারে,
সত্য শুনার নেই তো মানুষ
আমি বলি এখন কারে?
বিবেক নামের যে মনুষ্যত্ব
নেই মানুষের ভিতর,
কেউ শোনেনা আমার কথা
মন যেনো সব পথর।।
মনের কষ্টে তাই তো আমার
নয়ন জলে ভরে।।
বন্দী আমি জেলখানাতে
বাবা কান্দে পথে,
মা জননী কান্দে আমার
প্রতিটা যে রাতে।।
সহোদর যে ভাইটি আমার
পথে পথে ঘোরে।।
ন্যায় বিচার পাবো এখন
কার কাছে গেলে?
টাকার জন্য সবায় দেখি
আমায় নিয়ে খেলে।
মিথ্যার কাছে সত্য যে এখন
সব খানেতে হারে।।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com