হারিয়েছি পতি, হ্রদয়ে হাহাকার
নি:স্ব আমার এ জগৎ- নি:স্ব সংসার;
পড়নেতে সাদা কাপড় দু:খী এই আমার।
সারাদিন সারারাত কাটিয়েছি পাশে তার
আজ নেই সে,
বুঝি আমি বুঝিরে কি ছিলো সে জীবনে।
বহু রাত বহু দিন দিয়েছি পারি
তারই মাঝে রাগ অভিমানে কাটিয়েছি ভুরি ভুরি।
মাঝ রাতে তারই ছোঁয়ায় হারিয়েছি বহু রাগ,
তারই হাতে রেখে হাত দেখেছিলাম খোলা আকাশ।
তাকে চেয়ে কতো কাল দিয়েছি পারি,
আজো মেজে পরে আছে তারই হাতের সোনালী রঙের ঘড়ি,
তবে নেই সে; আজ বিধবা আমি।
ঝুলে আছে তার শার্ট, গুছানো পাঞ্জাবী,
আজো আছে বইয়ের পাশে তারই মাথার টুপি,
শুধু নেই সে; আজ বিধবা আমি।
আসে মোল্লা-মুন্সি-ক্বারি আর চৌধুরী,
মাঝে মাঝে দেখা দেয় জলহস্তী সরকার,
ইশারাতে বুঝায় আমার লাল শাড়ির দরকার।
ভাসুর বেটা উঁকি দেয়, প্রায় নজরে পরে ;
ব্যাঙ ও দেখি পাংখা মেলে- আমি বিধবা বলে।
হাসি মুখে পরে টুল-
এটাই আমার জনমের ভুল।
না ফুরিতে জল, হারালাম পতি ;
আঁধারে ভিজাই বালিশ দিবা-রাতি।
বুক ভরা দূঃক্ষ আমার
জগৎ কোলে বিধবা আমি।