পুরাতন সালকে বিদায় দিয়ে
নতুন সালকে সঙ্গে নিয়ে
নব্য এ যাত্রা করলাম শুরু,
বিগতই যা পেয়েছি আমি
তার চেয়ে হারিয়েছি অনেক বেশি
তাই,মন যে কাঁপে দুরু দুরু।
২০২৪ সালকে কাছে পেয়ে
নববর্ষের তাই গান গেয়ে...
মনটা বেশ আছে ইমেজে,
কর্ম ব্যস্ত সময়ের দিবা নিশি
সব দুঃখের আড়ালে একটু হাসি
স্বপ্ন পূরণের নানান কাজে।
২০২৩ সাল আজ তুমি ইতি
রেখে গেছ তবু কতো স্মৃতি
যে স্মৃতি কভু ভুলবার নয়,
ভয় লাগে তাই যে ভীতু মনে
আজকের হার জিতের রণাঙ্গনে
এ সাল কি দেবে আমায়?
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com