বিড়াল কেন বসে আছো
ইদুর ধরবে বলে,
তোমায় দেখে ইদুর ছানা
লাফ দিয়েছে জলে।
আছোই বসে চুপটি করে
ইদুর আসবে ভেবে,
ধরবে ইদুর বিড়াল ছানা
পেট ভরে খাবে।
ইদুর ছানা পেয়ে বিড়াল
হয় অনেক খুশি,
খেতে পেরে বিড়াল ছানা
মুখে ভরা হাসি।
দেখলে ইদুর বিড়াল শুধু
তাড়া করে বেড়ায়,
খেতে গেলে অনেকখানি
পরিশ্রম যেন হয়।
বিড়াল ধরে ইদুর ছানায়
যায় গর্তের ভিতরে,
ভিতরে গিয়ে ইদুর বলে
দেখি কেমনে ধরে।
ইদুর রাজায় হুকুম করে
গলায় দিও ঘন্টা,
শব্দ শুনে বাঁচতে পারব
খুশিতে ভরবে মনটা।