মাধবীলতা পদ্ম গোলাপ
বিজয় সকাল দিনে,
লাল সবুজের মানচিত্র
রক্ত ভেজা ঋণে।
ধামাল কামাল বীর সেনানী
যুদ্ধে দিল প্রাণ,
মোদের গর্ব বাংলা ভাষা
এনে দিল মান।
বছরের শেষের মাসটি যেন
১৬ই ডিসেম্বরে,
স্মরণ করি তোমাদেরই
বিজয় সকাল ধরে।
আমার ভাইয়ের রক্তে দিয়ে
স্বর্ণ রুপায় লেখা,
ছিনিয়ে আনে সূর্যকিরণ
স্বাধীন চোঁখে দেখা।
ভোর সকালে বিজয় লগন
প্রার্থনা যে করি,
প্রভু তুমি পাড়ি দিও
দোজাহানের তরী।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com