বিজয় শুভেচ্ছা সবাইকে
তিপ্পান্ন বছর পূর্তি,
আনন্দ করে সবাই মিলে
করছে যেন ফুর্তি।
দেশের জন্য জীবন দিল
ভাষার জন্য যারা,
স্বাধীন দেশে, বিজয় উল্লাস
স্মরণ করি মোরা।
পাক-হানাদার পালিয়ে গেলো
ধ্বংসে মেতে দেশ,
ছিনিয়ে আনে বীর বাঙালি
সোনার বাংলাদেশ।
একদিনের নয়কো বিজয়
প্রতিদিনে পালন,
সবাই মিলে দেশটি গড়ি
অন্তর দিয়ে লালন।
ক্ষমা করে দাওগো তুমি
দাও শহিদকে নাজাত,
সকল গুনাহ মাফ করে আজ
করে দাও তুমি আজাদ।