খোকা-খুকি সাঁজছে দেখো
লাল সবুজের জামায়,
বিজয় রেলি করবে তারা
সাথে নিয়ে মামায়।
খোকা-খুকির ইশকুলের সব
ছাত্র-ছাত্রী মিলে,
বিজয় রেলি স্বরণ করে
শহিদ গনেক দিলে।
নামাজ পড়ে দোয়া করে
সকল শহিদ তরে,
শহিদ গণে পায় যেনো সুখ
বারযোখের'ই ঘরে।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com