এসেছে বিজয়ের মাস….
এসেছে বিজয়ের মাস…..
ডিসেম্বরের ষোল তারিখ তার
জানাচ্ছে আভাস।
মনে আছে কি তোমাদের আজ
সেই বীরদের কথা….
যাদের জন্য পেয়েছি আমরা
স্বাধীন পতাকা?
যারা, জীবনের মায়া ভুলে অস্ত্র হাতে তুলে
পড়েছিল যুদ্ধে ঝাপাই,
যাদের জন্য স্বাধীন দেশে আজ সব
করছি আমরা বাস?
যারা ছিল বীর শ্রেষ্ঠ সেনা
যাদের রক্তে এদেশ কেনা।
যারা, মাতৃভূমিকে রক্ষা করতে
ভয় পাইনি কভু মরতে….
যারা, সেদিন মুক্তি যুদ্ধে লড়তে বুকের
রক্ত ঝরিয়েছে একরাশ?
বলছি আমি তোমাদের আজ
সেই বীরদের কথা….
যাদের জন্য পেয়েছি আজ
আমরা স্বাধীনতা।
যারা ছিল বীর শ্রেষ্ঠ বীর বিক্রম
যারা, ছিল বীর প্রতীক….
যাদের জন্য আজ বিজয় মাল্য
বাঙালী গলেতে গাঁথা
যাদের জন্য আজ বাংলায় সৃষ্টি হয়েছে
বাঙালীদের নতুন ইতিহাস।